সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি জনগণের ক্যান্ডিডেট। আমি জনগণের দাবিতে প্রার্থী হয়েছি। ২০১১ সালে দলের সিদ্ধান্তে বসে যাই। ২০১৬ সালে দল নমিনেশন দেওয়ার পরও নির্বাচনে যাইনি। এবার আমি জনগণের সঙ্গে বেইমানি করবো না।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করতে অভ্যস্ত নয়। তারা প্রার্থীকে দেখেন, প্রতীক নয়।
শনিবার (১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার।
তৈমূর আলম খন্দকার বলেন, নগরবাসী এখন ঐক্যবদ্ধ হয়েছে, তারা পরিবর্তন চান। আগামী ১৬ জানুয়ারি আপনারা এর ফলাফল দেখবেন। আমি জনগণের পালস বুঝি এবং জনগণের কোন জিনিস আগে দরকার সেটা বুঝে কাজ করবো।
তিনি বলেন, (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) কোনো উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। কোনো পার্ক কোনো প্রজেক্ট শেষ হচ্ছে না। প্রতি বছরই বাজেট বাড়ছে। সিটি করপোরেশন কয়েকজন ঠিকাদারের করপোরেট সিন্ডিকেটে পরিণত হয়েছে। এই করপোরেট সিন্ডিকেট থেকে মানুষ মুক্তি পাক।
Dhaka, Bangladesh সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ২ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৩ |
এশা | রাত ৭:৪১ |
আপনার মতামত কমেন্টস করুন