মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্য়ালয় সংলগ্ন ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পাশ থেকে সজিব (১৭) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে রক্তাক্ত যুবকের লাশটি উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত মো. সজিব (২০) শহরের চাষাঢ়া পুকুরপাড় ছোট মসজিদ এলাকার কামাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আদালত থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। পথে দেখি পুলিশ সুপার কার্যালয় বরাবর লিংক রোডে কে বা কারা যুবক বয়সের এক ছেলেকে ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। আমি ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।
সজীবের বাবা কামাল হোসেন জানান, সন্ধ্যায় চারজন মিলে সজীবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে তিনজন এসে জানায় সজীবকে মেরে ফেলা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, চাঁনমারি মাউরাপট্টির কয়েকজন যুবকের সঙ্গে সজিবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে চলে যায় ওই যুবকরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘নিহতের বন্ধুদের কাছ থেকে জেনেছি পূর্ব-বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাত করা হয়েছে। তবে কি নিয়ে বিরোধ ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।’
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, কি কারণে ঘটনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন