সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
ফতুল্লার কাশীপুরে মারধরের শিকার হয়ে আহত অটোরিকশা চালক আব্দুল কুদ্দুস (৪০) মারা গেছেন। সোমবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি নাটোরে। তিনি নারায়ণগঞ্জের কাশিপুরে থাকতেন। অপরদিকে মারধরে অভিযুক্ত মেকানিক শিমুল পলাতক।নিহতের ছেলে আলী বলেন, শনিবার (১ জানুয়ারি) বিকেলে কাশিপুরে রিকশার গ্যারেজে শিমুলের সঙ্গে কথাকাটাকাটি হয় বাবার। একপর্যায়ে বাবাকে মারধর করেন শিমুল। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৩ |
এশা | রাত ৭:৪১ |
আপনার মতামত কমেন্টস করুন