নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে ডিসিকে ওই স্মারকলিপি প্রদান করা হয়। এর পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন, জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন শিকদার, কাজী নজরুল ইসলাম টিটু, জুয়েল আহম্মেদ, একারামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু ও ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত কমেন্টস করুন