নিজস্ব প্রতিবেদক ফতুল্লার কাশিপুরে নির্বচনী প্রচারনাকালে ১,২ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী হেলেনা আক্তারের সমর্থকদের ওপর প্রতিপক্ষ প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ মেম্বার প্রার্থী সুলতানা রাজিয়া চৌধুরীর অনুসারীদের হামলায় বেশ কয়েক জন আহত হয়েছে। এ ঘটনায় কাশিপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী মোসাম্মৎ হেলেনা আক্তার বাদী হয়ে শনিবার(৬নভেম্বর) দুপুরে অপর মহিলা মেম্বার প্রার্থী সুলতানা রাজিয়া চৌধুরী ও তার অনুসারী কাশিপুর মধ্যপাড়ার মোঃ রমিজ উদ্দিনের দুই পুত্র সাজু(২৭), আপন(২২),ফয়েজ উদ্দিনের পুত্র পিয়াল(২২) সহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,কাশিপুর ১,২ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী মোসাম্মৎ হেলেনা আক্তারের নির্বাচনী প্রচারনাকালে শুক্রবার বিকেলে কাশিপুর মধ্যপাড়া এলাকায় প্রতিপক্ষ মহিলা মেম্বার প্রার্থী সুলাতানা রাজিয়া চৌধুরী ও তার অনুসারীরা অতর্কিত ভাবে লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে রাহাত সহ বেশ কয়েকজন আহত হয়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান,অভিযোগ পেয়ছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত কমেন্টস করুন