বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেছেন, বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায় জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
(৩ নভেম্বর) পাগলায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা”র উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্র জাতির পিতাকে হত্যা করার পর খুনি মোশতাকের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী ওই চক্র এ দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে মেতে ওঠে।
পলাশ আরো বলেন, শুধু তাই- ই নয় বাংলাদেশকে নেতৃত্ব শুন্য করে এদেশ যেনো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় সেই চক্রান্ত করেই স্বাধীনতা বিরোধী চক্র। এদেশে যেন কোনদিন স্বাধীনতার সপক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্র থেকেই নিরাপদ স্থান জেলখানার অভ্যন্তরে ঘাতকরা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল।
পলাশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই শ্রমিক লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। একাত্তরের যুদ্ধের সঙ্গে প্রথম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তখন কোন শিল্পপতি ব্যবসায়ীরা অংশ নেয়নি অংশ নিয়েছিলেন শ্রমিক ও সাধারণ জনগণরা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এ দেশকে উন্নয়নের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। তার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যুদ্ধপরাধী চক্র বাধাগ্রস্ত করছে। তারপর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন করতে পিছপা হচ্ছে না কোনো অপশক্তিই তাকে থামাতে পারবেনা। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই দেশকে উন্নত দেশে পরিণত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই নয় সমাজের মানুষের জন্য শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্বও তিনি নিয়েছেন বিনা পয়সায়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও জানুয়ারির প্রথম তারিখেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তার সাথে থাকবো এই প্রত্যাশাই করছি।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা”র সভাপতি পিয়াস আহম্মেদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা”র সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাহাত, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্ট ওয়ার্কস নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার, দক্ষিণবঙ্গের লাইন সম্পাদক আবুল হোসেন, ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি নুর উদ্দিন খান রয়েল, শ্রমিক নেতা মোঃ আজিজুল হক, পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া,
নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক, বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, সহ সভাপতি হারুন মোল্লা, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি অহিদুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বশির মোল্লা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন