বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
ফতুল্লার ভুইগড়ে সিকিউরিটি গার্ডকে কুপিয়ে ডাচ্ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা লুট করার চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মতিন নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার মধুপুর থানার মৃত হাসমত উল্লার পুত্র ও ফতুল্লা থানার ভূইগড়স্থ আনোয়ারা বেগমের ভাড়াটিয়া। সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় ফতুল্লার ভুইগড় বাজার এলাকায় ডাচ্ বাংলা ব্যাংকের বুথের সিকিউরিটি গার্ড আলী হোসেন (৬১) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে বুথ খুলে টাকা ছিনিয়ে নেবার চেস্টা করে আব্দুল মতিন। টাকা নিতে ব্যর্থ হয়ে ভিতরে থাকা দুটি সি,সি ক্যামেরা ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে সে। আহত আলী হোসেনকে তাকে উদ্বার করে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত সিকিউরিটিগার্ড আলী হোসেন মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ধনকুন্ড এলাকার মৃত.উজির আলীর ছেলে।
এ ঘটনায় আহত সিকিউরিটি গার্ড আলী হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে আব্দুল মতিনকে আসামী করে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী কে চিন্থিত করে অবস্থান নিশ্চিত হয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ভুইগড় থেকে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন