বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
ফতুল্লায় লিটন (২৫) নামের এক যুবক খুন হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যার পর চলে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় ফতুল্লা খান সাহেব ক্রিকেট স্টেডিয়াম (নতুন স্টেডিয়াম)সংলগ্ন রামারবাগ চৌরাস্তায় ।নিহত লিটন হবিগঞ্জ জেলার আজমীরি থানার পাহাড়পুর গ্রামের গৌর মনির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন স্টেডিয়ামের কাছে সুপার স্টার বাল্প কারখানায় শ্রমিক। কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সাড়ে সোয়া ১০টায় স্টেডিয়ামের সামনের সড়কে ৫/৬ জন যুবক লিটনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন