ফতুল্লায় অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(১১ আগস্ট) দুপুরে ফতুল্লা থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় হাজী আব্দুর রহমান (৬০) নামক এক ব্যক্তির নিকট থেকে নিয়ে যাওয়া ৫০ হাজার টাকা উদ্বার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মহুরীপট্রি মিজানের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ইয়াসিনের পুত্র মোঃ লিটন(৩২),ফতুল্লা থানার নন্দলালপুরের আনোয়ার হোসেনের ভাড়াটিয়া মৃত এসহাক মিজির পুত্র মোঃ ইমাম হোসেন( ৩১), শরিয়তপুর জেলার জাজিরা থানার গফুর মোল্লাকান্দির মৃত আবুল কাশেমের পুত্র নাসির উদ্দিন(৪২), বরিশাল জেলার উজিরপুর থানার জুগির কান্দির মৃত ছমের উদ্দিনের পুত্র মোঃ সিদ্দিক(৬০) ও ফতুল্লা থানার ধর্মগঞ্জ ঢালি পাড়ার শাওন গাজীর ভাড়াটিয়া আবুল হাসেমের পুত্র রেজওয়ান(৩০)।
আপনার মতামত কমেন্টস করুন