শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ফতুল্লা থানার তালিকাভুক্ত শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন আহম্মেদ লিটন ওরফে টিকি মরা লিটন(৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৩’র সদস্যরা।গ্রেফতারকৃত লিটন ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর খোঁজপাড়ার মৃত ফজলুল হকের পুত্র। সোমবার(২৭ জুলাই) দিবাগত ভোর রাতে তাকে ফতুল্লার দাপাইদ্রাকপুর খোজপাড়া থেকে গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারকৃত টিকি মরা লিটনের নিকট থেকে ৭৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির তিন হাজার টাকা উদ্বার করে র্যাব-৩’র সদস্যরা।এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত ভোর রাত ৪ টার দিকে র্যাব-৩’র সদস্যরা ফতুল্লা থানার দাপা খোঁজপাড়া এলাকায় অভিযান চালিয়ে শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন আহম্মেদ লিটন কে ৭শত৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তিন হাজার টাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটন কে মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।পরে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন