শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ইতিহাসের সাক্ষী। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ঐতিহ্য বহন করে আসছে। সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন ও উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন করে আসছি। সেই ধারা অব্যাহত রাখতে আজ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থা পরিবারের পক্ষ থেকে ৭২টি বৃক্ষরোপণ করা হয়েছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকারীদের বাঁধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।
বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মাহবুব হোসেনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন। বুধবার (২৩ জুন) বিকালে ফতুল্লার মুসলিম নগর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭২টি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় স্বপন আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। বাংলাদেশ আওয়ামী লীগ ৭২তম বছরে পা রেখেছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। এই দলের মধ্য দিয়েই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কারণে দেশের জনগণ আজ শান্তিতে বসবাস করতে পারছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীসহ প্রতিটি নেতাকর্মীর সাফল্য কামনা করি।
বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সীমিত পরিসরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাঙালি জাতির স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র ও প্রগতি প্রতিষ্ঠায় আত্মদানকারী সব শহীদ ও সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দলের নেতাদের জন্য দোয়া চাওয়া হয়।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন