নিজস্ব প্রতিবেদক ফতুল্লার ভুইঘরে চলস্বামীকে ইজিবাইক থেকে ধাক্কা মেরে ন্ত কভার ভ্যানের নিচে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় কভার ভ্যান চালক ও স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ কভার ভ্যান গাড়ী(ঢাকা মেট্রো- ট-২২-৫৮০১)টি আটক করেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে রোববার (৩০) মে রাত দশটার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ভুইঘর কড়ই তলা এলাকায়। প্রতক্ষ্যদর্শী ও তাদের বহনকারী ইজিবাইক চালক রাফেল জানায়,রোববার রাত ১০ টার দিকে একজন পুরুষ ও একজন মহিলা শিবু মার্কেট থেকে তার ইজিবাইকে যাত্রী হয়ে উঠে।পথিমধ্যে তারা একে অপরের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়।এসময় মহিলাটিকে পুরুষ কে উদ্দেশ্য করপ বলতে শোনা যায় যে তুমি আরেকটি বিয়ে করেছো কেনো।ঐ মহিলার কাছ এমন করে আছে অ আমার নিকট নেই।মূলত এ কথা কাটাকাটি নিয়েই তাদের সাথে ইজি বাইকে জগড়া হয়।এক পর্যায়ে ঝগড়া হাতাহাতির পর্যায়ে পৌছালপ ইজিবাইক চালক তাদের কে বাধা প্রধান সহ নামিয়ে দেয়ারও কথা বলে।এক পর্যায়ে ভুইঘর কড়ই তলা পৌছামাত্র মহিলাটি ধাক্কা মেরে পুরুষটি কে রাস্তায় ফেলে দেয়।এ সময় পেছন থেকে আসা চলন্ত একটি কভার ভ্যান পুরুষটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, স্বামী স্ত্রী ইজিবাইকের যাত্রী ছিলো।ইজিবাইকে বসেই তারা ঝগড়ায় লিপ্ত হয়।এক পর্যায়ে তাদের মধ্যো হাতাহাতি হয়।সে সময় স্ত্রী তার স্বামী কে ধাক্কা মারলে স্বামী ইজিবাইক থেলে ঢাকা- নারায়নগঞ্জ মহা সরকের উপর ছিটকে পরে যায়।ঠিক এমন সময় পেছন থেকে আসা একটি কভার ভ্যান স্বামী কে চাপা দেয়।ফলে ঘটনাস্থলেই স্বামীর মৃত্য হয়।পালিয়ে য়ায় স্ত্রী।পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটানস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং কাবার্ড ভ্যানটি আটক করতে সক্ষম হয় পুলিশ।নিহতের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
আপনার মতামত কমেন্টস করুন