শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমানে মাদক আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমরা এই মাদকের বিরুদ্ধে কাজ করে চলেছি। কিন্তু মাদক পুরোপুরি দমন করা যাচ্ছেনা।নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভার সভাপতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা তার বক্তব্যে এ কথাগুলো বলেন। বৃহস্পতিবার (২০ মে) সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে এ সভা হয়। সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা। এসময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, সিদ্ধিরগঞ্জে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী মামলা দিতে বিলম্ব হচ্ছে। এক্ষেত্রে কাজের গতি আরও বাড়াতে হবে। ফতুল্লা থানার ওসিকে উদ্দেশ্য করে ইউএনও বলেন, ফতুল্লায় রাতে ছেলেদের আড্ডা হয়। এটা খুবই খারাপ। আমরা যখন তাদের বয়সী ছিলাম, তখন সন্ধ্যার পর বাসার বাইরে থাকাটা অসম্ভব হয়ে পড়তো। কারণ, আমাদের মা-বাবা, আমাদের অভিভাবক আমাদের প্রতি খেয়াল রাখতেন। তাই বলছি, আমাদের একার পক্ষে রাতে ছেলেদের আড্ডা কিংবা কিশোর গ্যাং দমন করা সম্ভব নয়। এসব অপরাধ বন্ধ করতে হলে অভিভাবকদেরও অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করতে হবে। সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুর হোসেন সওদাগর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সদরের এসিল্যান্ড হাসান বিন মোহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ড মাসুম আলী, ফতুল্লার এসিল্যান্ড আব্দুল আজিজ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমূখ।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন