ফতুল্লায় অভিযান চালিয়ে হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ জোড়াপুল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মো. আব্দুল হালিম নামের এক ব্যক্তিকে ৪০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোশাররাফ হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানাধীন আলীগঞ্জ জোড়াপুল এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে মো. আব্দুল হালিম নামের এক ব্যক্তিকে ৪০ পুরিয়া হেরোইনসহ আমরা আটক করি এবং ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করি। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করি
আপনার মতামত কমেন্টস করুন