শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ফতুল্লার পাগলায় মাদক ব্যবসায়ীদের হামলায় স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল হোসেন খান(৩৫) আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার(১৪এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও পাগলা পশ্চিম নয়ামাটি এলাকার হাজী আব্দুল মান্নান খানের পুত্র। এ ঘটনায় হামলার শিকার যুবলীগ নেতা বিল্লাল বাদী হয়ে বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের বিত্তিতে জানা যায়,বুধবার সন্ধ্যায় ইফতার শেষে মাগরিব নামাজ পরে মসজিদ থেকে বের হওয়া মাত্র চিন্থিত মাদক ব্যবসায়ী শরীফ ওরফে নোয়াখাইল্লা শরীফ(২৪), বাবু(২৫) ,রনি(২৮), সোহেল(২৭),সুমন(২৬) সহ অজ্ঞাত আরো ৬/৭ জন সন্ত্রাসী যুবলীগ নেতা বিল্লালের উপর হামলা চালিয়ে মারধর করে।এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় মুসুল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।ঘটনার সংবাদ পেয়ে যুবলীগ নেতা মেহেদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলার শিকার বিল্লালকে আহতবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। হামলার শিকার যুবলীগ নেতা বিল্লাল জানায়,হামলাকারীরা এলাকার চিন্থিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।মাদক ব্যবসা বন্ধে তাদেরকে নিষেধ করার জের ধরেই হামলাকারীরা তার উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে দায়েরকৃত অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার এস,আই ইমানুর জানায়,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি।অভিযুক্তদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন