শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে উদ্ধার হওয়া একদিন বয়সী অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধারের ৪০ দিন পর থানায় হত্যা মামলা রুজু হয়েছে।ফতুল্লা থানার এস,আই আরিফ পাঠান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে সোমবার(৮ মার্চ) রাতে মামলা দায়ের করেন। থানা পুলিশ জানায়,২৮ জানুয়ারী সংবাদ পেয়ে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকার মন্টু মেম্বারের বাড়ীর সামনের রাস্তা থেকে থেকে ফতুল্লা থানার এস,আই আরিফ পাঠান নাভি কাটা পুরানো কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্বার করে পুলিশ।মৃত দেহ উদ্বার করে পুলিশ মৃতের প্রকৃত কারন জানতে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।ময়না তদন্তের রিপোর্টে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি ডাক্তার উল্লেখ্য করলে হত্যা কান্ডের বিষয়ে নিশ্চিত হয়ে সোমবার রাতে এস,আই আরিফ পাঠান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে নবজাতক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস,আই রওশন ফেরদৌস জানান,ময়না তদন্ত রিপোর্ট হাতে পেয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে মামলা হিসেবে গ্রহন করা হয়েছে এবং তদন্ত অব্যহ্যত রয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন