বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বাড়ৈইভোগ এলাকার কথিত ছাত্রলীগ নেতা রানা ও সবুজ মন্ডলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পশ্চিম মাসদাইর ফারিহা গার্মেন্টস সংলগ্ন এলাকার ফরহাদ হোসেনের স্ত্রী শাওন আক্তার বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।
মৃত মোঃ সেকান্দর এর কন্যা ও ফরহাদের স্ত্রী শাওন আক্তার উল্লেখ করেন মোঃ নবী হোসেনের পুত্র মোঃ রবিউল ইসলাম রানা,মন্টু মন্ডলের পুত্র সবুজ মন্ডল সহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী গত ২৬/১/২০২০ ইং তারিখ রাত সাড়ে ১০ টায় আমার প্রতিবেশী মোসাঃ রুনা আক্তারকে বিবাদীগন ভিন্ন কৌশল গ্রহন করে বকুল মিয়ার বাড়িতে নিয়ে আটকাইয়া রেখে বিভিন্ন প্রকার অযোক্তিক দাবী ধাওয়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি জেনে আমার স্বামী ফরহাদ হোসেন ও শ্বশুর রমিজউদ্দিন ঘটনাস্থলে গেলে উল্লেখিত সন্ত্রাসী ও বিবাদীগন আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাননাশের হুমকি প্রদান করে।
অপর দিকে ভিকটিম রুনা আক্তার বাদী হয়ে রানা,সবুজ মন্ডলকে বিবাদী করে আরেকটি অভিযোগ দায়ের করেন। ২ টি অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে এস আই শাহাদাৎ হোসেনকে।
অভিযোগের তদন্ত সর্ম্পকে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, আমি এই মাত্র ঘটনাস্থলে পৌছেছি। তদন্ত করে দেখছি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন,আমরা অভিযোগ নিয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন