বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ শহীদদের স্মরণে ফতুল্লার বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মঙ্গলবার বিকালে এনায়েতনগর ইউনিয়নের ফাজিলপুর এলাকায় নির্মিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ওই শ্রদ্ধাঞ্জলিজানানো হয়।
এ সময় অনুষ্ঠানে সদর উপজেলা নিবাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষে অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হুদা।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জানান, ২৭ মার্চ ফতুল্লা ফাজিলপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পাকিস্তান ন্যাশনাল অয়েল (বর্তমানে যমুনা অয়েল) পাক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। এখানে গড়ে তোলা হয় সেনা শিবির।
১৬ ডিসেম্বর বিজয় লাভের পূর্বমুহূর্ত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ধরে আনা নারী-পুরুষকে এই সেনা ক্যাম্পে হাত পেছনের দিকে বেঁধে তেল ডিপোর জেটির সামনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে লাশ ফেলে দেয়া হতো বুড়িগঙ্গা নদীতে। একই সঙ্গে নারীদের ধরে এনে চালানো হতো পাশবিক নির্যাতন।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন