বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস্’র বন্ধু অসীম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (দিব্যান লোকান স্বঃ গচ্ছুত)। করোনায় আক্রান্ত হয়ে ৭ ডিসেম্বর রাত সাড়ে তিনটায় ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসীম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি মা, স্ত্রী,১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নারায়নগঞ্জ মাসদাইর শশানে বন্ধু অসীমের শেষকৃত্যে হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এডমিন ইঞ্জিনিয়ার নাসিম হাসান, এডমিন মোমিন হোসেন দোলন, মনোয়ার হোসেন পিপুল, উত্তম সাহা, ফারুক রহমান রিপন, তৈয়ব হোসেন বাপ্পী, আফজাল হোসেন, নেসার আহমেদ প্রিন্স, আনিসুজ্জামান, আশিকুর রহমান ডিউক, টিপু সুলতান, মাজহারুল হক মাজহার, সাখাওয়াত হোসেন সেলিম, সৈয়দ আহমেদ, মোঃ নুরুল ইসলাম জানু, মোঃ সালাউদ্দিন অপু, সুব্রতসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। এছাড়াও অসীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর এডমিন লুৎফুন নাহার মুন্নী, ফকির আব্দুল মালেক, মেজবাহ উদ্দিন রিপন, মেজর (অবঃ) নজরুল ইসলাম, এসপি মোঃ ইকবাল, ইকবাল হাসান,খালেদ বিন রশীদ, মাসুদ আহমেদ, জাকির হোসেন, মোঃ শাহাবুদ্দিন বাবুল, আনিসুল হক, মোঃ সারোয়ার ইমরুল ইমু, মেহেদী হাসান লিটু, কামরুননেসা মিতালি, কাজী ইয়াসমিন আকতার, ডাঃ আলম সিকদার বাপ্পী, ডাঃ শহীদ ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ হোসেন, লেঃ কর্নেল শহীদ, লেঃ কর্নেল মোয়াসসেক আহমেদ টুটুল, হাসানুজ্জামান জুয়েল, সৈয়দ কামরুল হক টিটো, মনির হোসেন, রবিউল আলম বাদল, মিজবাহুল মিসবাহসহ হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস এর অন্যান্য বন্ধুরা! বেশ কিছুদিন যাবত অসীম নরসিংদীতে তার শশুরবাড়ীতে সর্দি ও জ্বরে ভুগছিল।পরে ওখান থেকে কাঁচপুরের সাজেদা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গত ২৫ নভেম্বব ল্যাবএইড হাসপাতালে আই,সি ওতে ভর্তি করা হয়। অবশেষে ৭ই ডিসেম্বর রাত সাড়ে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন অসীম।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন