বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে ১
মিনিট নিরবতা পালন করেছে আলীগঞ্জ ক্লাব এসময় সর্বকালের
সেরা খেলোয়ার পেলে নয় আর্জেন্টিনাইন কিংবদন্তি
ডিয়েগো ম্যারাডোনা এমন মন্তব্য করে জাতীয় শ্রমিকলীগ
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের
সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেছেন, ম্যারাডোনার
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আলীগঞ্জ ক্লাব। এই
ম্যারাডোনা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। আর্জেন্টাইন
কিংবদন্তি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। কে সর্বকালের
সেরা।
(২৮ নভেম্বর) শনিবার বিকেলে আলীগঞ্জ ক্লাব আয়োজিত
আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত জননী এলপিজি ৩য় আলীগঞ্জ
প্রিমিয়ার লীগ ডিগবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায়
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
পলাশ বলেন, ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই
শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে
স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে
দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা।
আর্জেন্টিনোস জুনিয়রের হয়ে ১৬ বছর বয়সে পেশাদার
ক্যারিয়ার শুরু করেন তিনি। জাদুকরি বাঁ পায়ে তিনি
মাতিয়েছেন বার্সেলোনা, নাপোলি, সেভিয়া ও নিউওয়েলস ওল্ড
বয়েজ ক্লাব। রেসিং, জিমনাশিয়া ছাড়াও আর্জেন্টিনা
কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা।
১৯৮৬ বিশ্বকাপে তার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপের দেখা পায়
আর্জেন্টিনা। সেই বিশ্বকাপের পরই প্রতিষ্ঠিত হয়ে
ম্যারাডোনার শ্রেষ্ঠত্ব। তিনি হয়ে উঠেন সর্বকালের সেরা
ফুটবলারদের একজন। ম্যারাডোনার অকালপ্রয়াণে গোটা বিশ্বের
কোটি কোটি মানুষের মনে শোক অনুভূত হচ্ছে।
পলাশ আরো বলেন, আজকের প্রজন্মের যুবসমাজ যাতে
আগামীর অপার সম্পদে পরিণত হতে পারে সেলক্ষ্যে বর্তমান
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্ধ
দিয়েছেন।ঘোষনা দিয়েছেন সারা বাংলাদেশের প্রত্যেক
উপজেলায় একটি করে মিনি ষ্টেডিয়াম হবে। সেক্ষেত্রে আলীগঞ্জ
এই মাঠটিকে মিনি ষ্টেডিয়াম করার জন্য কাজ করছেন
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন।কেননা, আজকের
যুবসমাজকে আগামীর অপার সম্পদে পরিনত করতে হলে ক্রীড়া ও
সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে এবং সেই
পরিবেশটাও আমাদেরই তৈরী করে দিতে হবে।
পলাশ বলেন, এই মাঠের জন্য আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া
হয়েছে। কোন হুমকি ধামকিই আমাকে আমার জায়গা থেকে
টলাতে পারেনি। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায়
যদি জীবন দিতে হয় দেবো তারপরেও এই মাঠকে রক্ষা করে ছাড়বো
ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড
মেম্বার জাহাঙ্গীর আলম, আলীগঞ্জ ক্লাবের সাধারন সম্পাদক
নুরিসলাম মেম্বার, কোষাধক্ষ্য আরিফুল হকসহ ক্লাবের সকল
কর্মকতারা।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন