বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
নগরীর দেওভোগ এলাকা থেকে দুর্ধর্ষ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ফতুল্লা থানার দেওভোগ পানির টাংকি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত তিন ছিনতাইকারী হলেন- জেলার সদর থানার নয়া পাড়ার তারা মসজিদ এলাকার মোঃ শাহাজালালের পুত্র শাহাদাত হোসেন ওরফে হাবু(২২),একই থানার ১নং বাবুরাইলের মোঃ জাহাঙ্গীর হোসেনের পুত্র মামুন(২০),শহরের জিমখানার মোঃ আলী আজমের পুত্র বাবু(২১)।
এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত লাল রংয়ের এফ,জেড মোটর সাইকেল(নং- ঢাকা মেট্রো-ল-২১-৮২১৬) ও জব্দ করা হয়েছে পুলিশ
জানাযায়,গ্রেফতারকৃতরা মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে বেড়াতেন। রাতের আধারে রিকশা- অটোরিক্সায় যাতায়াত করা যাত্রীরা ছিলেন তাদের প্রধান টার্গেট।
ফতুল্লা মডেল থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাদের নিকট সংবাদ আসে যে দেওভোগ পানির টাংকি এলাকায় একদল ছিনতাই রিক্সারোহী যাত্রীদের নিকট থেকে ছিনতাই করছে।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌছালে গ্রেফতারকৃতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেস্টা করলে তাদের কে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন