বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব-১। গতকাল বিকেলে ফতুল্লার পাগলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সংঘবদ্ধ ডাকাত দলের কাছ থেকে ৩টি পিস্তল ও রিভলভার, দেশীয় অস্ত্র এবং ডাকাতি করে লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলো- মো. রনি (২২), মো. শাহীন (২৪), আপেল মণ্ডণ (২৪), মো. সফিক রহমান @ রাসেল (২৩), মো. আবদুর রহিম @ রফিক (৪০) এবং মো. আল আমিন @ স্বপন (২৮)।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কতিপয় অপরাধী সংঘবদ্ধ হয়ে অপহরণ, ছিনতাই, ডাকাতিসহ নানাবিধ অপরাধ সংগঠিত করে আসছে। তারা দিনের আলোতে নামমাত্র বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এই কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা নিজ নিজ এলাকায় অবস্থান করে ডাকাতির উদ্দেশ্যে টার্গেট নির্ধারণ করে দলের অন্যদের খবর পাঠায়। সবশেষে সর্বসম্মতিক্রমে পরিকল্পিতভাবে তারা ডাকাতির ছক আঁকে এবং কার্যসিদ্ধির সঙ্গে সঙ্গে অতি দ্রুত বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ অবস্থানে চলে যায়। ডাকাত দলের মধ্যে যার তথ্যের ভিত্তি করে ডাকাতি করা হয় তাকে টাকা ভাগাভাগির সময় একটি নির্দিষ্ট পরিমাণের টাকা বেশি দেয়া হয়। ভিকটিমের অবস্থান ও পরিস্থিতি বুঝে তারা অভিনব সব কৌশল অবলম্বন করে থাকে। এ ধরনের অপরাধী দলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কয়েকজন ভিকটিমের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। ফলশ্রুতিতে র্যাব-১ বিষয়টির উপর গুরুত্বরোপ করে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তদন্ত করতে গিয়ে গত ০৮ নভেম্বর ৫টায় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা বাজার ডিএন রোডের দক্ষিণ পার্শ্বে অবস্থিত ডিকে এন্টারপ্রাইজের পিছনে খালি জায়গায় অভিযান পরিচালনা করে বর্ণিত ডাকাত দলের সদস্য মো. রনি, মো. শাহীন, আপেল মণ্ডল, মো. সফিক রহমান @ রাসেল, মো. আবদুর রহিম @ রফিক এবং মো. আল আমিন @ স্বপনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন, ৪টি শাবল, ১টি কাটার, ১টি চাকু, ৪টি মোবাইল ফোন, ৪টি গরু ও ১টি ট্রাক উদ্ধার করা হয়
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন