বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :সমস্ত ভালো কাজের অংশীদার হয়ে থাকতে চান বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর ফতুল্লা রেল স্টেশন এলাকায় ফতুল্লা মানব কল্যান সংস্থা’র কার্যালয় উদ্বোধন উপলক্ষে “মানব কল্যানে যুব সমাজের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ফরিদ আহমেদ লিটন উক্ত সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছে। যেমন অনেকে টাকার অভাবে বিয়ের উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারছে না, কেউ তার সন্তানকে সুন্নতে খতনা করাতে পারছে না, কোন বৃদ্ধ বা বৃদ্ধার ছেলে সন্তান নাই। তারপরও জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সে তাকে ভারি কাজ করতে হচ্ছে। এমন মানুষদের খুঁজে বের করে ফতুল্লা মানব কল্যান সংস্থা তাদের সমস্যা সমাধান করতে হবে। এছাড়া যেসব কাজ করলে জনগণের কল্যান হবে, সেসব কাজও করতে হবে। তাহলেই এই সংগঠন তার নামের স্বার্থকতা পাবে। আর এসব ভালো কাজের কারনে ফতুল্লা মানব কল্যান সংস্থার নাম সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এ সময় আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, আপনাদের সকল ভালো কাজের অংশীদার হয়ে থাকতে চাই। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব এ এইচ আশুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাশিপুর মাদ্রাসার সাইখুল হাদিস মুফতি আব্দুস সবুর, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসীন আলম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. মাসুম ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. মনির হোসেন ফতুল্লা থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক একেএম শাহিন,একতা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হারুন আর রশিদ সুমন, সেচ্ছাসেবককলীগ নেতা মিন্টু পাল,ফরহাদ হোসেন প্রমূখ। এছাড়া উক্ত সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন