বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ফতুল্লার তল্লায় মসজিদে অগ্নিদগ্ধ মুসল্লি ও ক্ষতিগ্রস্থ পরিবারদের সর্ব প্রকার সহায়তায় ঢামেক শেখ হাসিনা বার্ন ইউনিটে একটি ডেস্ক বসানো হয়েছে।
ইতিমধ্যেই অগ্নিদগ্ধ মুসুল্লিদের চিকিৎসার খোজঁ খবর নিতে বার্ন ইউনিটে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক সহ জেলা প্রশাসনের উধ্বর্তন একাধিক কর্মকর্তা। শুক্রবার রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধ শতাধিক মুসুল্লি অগ্নিদ্বগ্ধ হয়। এর মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ৩৭ জন ভর্তি হয়।
এদের মধ্যে মসিজদের ইমাম, মুয়াজ্জিন, সাংবাদিক ও শিশু সহ মোট ২১ জনের মৃত্যু হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। যারা মারা গেছেন তাদের ৯০ থেকে শতভাগ পর্যন্ত বার্ন ছিলো। যারা এখন হাসপাতালে ভর্তি আছেন তারা কেউ শঙ্কামুক্ত নন।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন