মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : নিজ বাড়ীর বাথরুমে পরেছিলো প্রবাসী জামালের রক্তাক্ত মৃতদেহ।পরিবারের সদস্যরা গোপনে দাফন করার ব্যবস্থা গ্রহণ করেছিলো।বুধবার(২৬ আগস্ট) সকালে স্থানীয়বাসীর নিকট সংবাদ পেয়ে দাফনের পূর্বেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং জামালের স্ত্রী শারমীন আক্তার কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত জামাল ফতুল্লা থানার দাপাইদ্রাকপুর এলাকার রেইনবো মোড় এলাকার মৃত মোঃআলীর পুত্র বলে জানা যায়।সে দীর্ঘদিন সৌদি আরব ছিলো।দেড় বৎসর পূর্বে সে দেশে ফিরে এসে আর সৌদিআরব ফিরে যায়নি। ঘটনার বিবরনীতে মৃত জামাল মিয়ার মেয়ে সামিয়া আক্তার (২০) জানায়,মঙ্গলবার দুপুরে সে মাসদাইরস্থ নিজ শ্বশুরালয় থেকে বাবার বেড়াতে আসে।তার বাবা রাত এগারোটার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে।রাত আড়াইটার দিকে তার ঘুম ভেঙ্গে গেলে সে ডাইনীং রুমের আলো জ্বালানো দেখতে পেয়ে তা নিভাতে এসে দেখতে পায় যে তার বাবার মৃত দেহ বাথরুমের ভিতরে পরে রয়েছে।তখন সে তার মা সহ ছোট ভাই কে ডেকে তোলে।পরবর্তীতে তাদের বাড়ীর ভাড়াটিয়াদের ডেকে তোলা হয়।সবাই এসে মৃত দেহ বাথরুম থেকে বের করে নিয়ে আসে তারা।হাসপাতালে কেনো নিয়ে যাওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার স্বামীকে এম্বুলেন্স নিয়ে আসার জন্য বলা হলে তা না পাওয়ায় আর নিয়ে যাওয়া হয়নি।তাছাড়া পরিবারের সকলে এবং পাশ্ববর্তী ভাড়াটিয়ারা ও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় তারা আর হাসপাতালে নিয়ে যায়নি।তাই নিকটাত্মীয় স্বজনদের শলা পরামর্শে তাদের উপস্থিতিতে দাফনের ব্যবস্থা করেছিলো। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানায়,এ ঘটনায় জামালের স্ত্রী শারমীন আক্তার (৪০) কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে থানা পুলিশের অপর একটি সূত্র জানায়,পারিবারিক দ্বন্ধের জের ধরে জামালকে পরিকল্পিত ভাবে হত্যা করে গোপনে দাফন কার্য সম্পন্ন করার ব্যবস্থা করেছিলো ঘাতক স্ত্রী।সূ্ত্রটি আরো জানায় যে,প্রথমে ঘুমন্ত জামাল কে ওড়না দিয়ে হাত- পা- মুখ বেধে হাতুড়ি দিয়ে মাথা থেতলে এবং শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী শারমীন আক্তার।পরবর্তীতে জামালের মৃত দেহ টেনে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং নিজ রুমে গিয়ে শুয়ে পরে।পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে সূত্রটি জানায়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন