মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং ২০০৪ সালে আওয়ামীলীগের অফিসে গ্রেনেড হামলার প্রতিবাদে ও সেই হামলায় নিহতদের স্বরনে যুবলীগ নেতা আবদুর রহমান ও মো.বিল্লাল হোসেন খানের উদ্দ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় । শুক্রবার ( ২১ আগষ্ট ) বাদ আছর পাগলা বাজার কামালপুর আল ফালাহ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো.জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা আবুল বাসার শিকদার,মো.নাহিদসহ স্থানীয় আওয়ামীলীগ.যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
দোয়া পুর্বক এ সংক্ষিপ্ত বক্তব্যে মীর সোহেল আলী বলেন, আগষ্ট মাসটি বাঙ্গালী জাতির জন্য একটি শোকের মাস। যে মাসে আমরা শুধু আমাদের প্রয়াত বাংলার মহানায়ককে শ্রদ্ধারতরে স্বরন করি। ৭৫’র ১৫ আগষ্টে কিছু বিপথগামী সেনা সদস্য আমাদের সেই মহানায়ককে স্বপরিবারে হত্যা করে বাঙ্গালীকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলো। কিন্তু পারেনি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বঙ্গবন্ধুকে তার স্বপরিবারে হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি সেই হায়েনার দল। তারা ২০০৪ সালে ২১ আগষ্ট আওয়ামীলীগের অফিসে গ্রেনেড হামলা চালিয়েছে আমাদের নেত্রীকে হত্যার উদ্দ্যেশ্যে। কিন্তু তারা পারেনি। কারন আমাদের নেত্রীর উপর বাংলার জমিনে থাকা কোটি কোটি মানুষের দোয়া রয়েছে। কিন্তু সেই দিনের ঘটনায় আমার আমাদের অনেক নেতা-নেত্রীকে হারিয়েছি। আমি ৭৫’১৫ আগষ্ট এবং ২০০৪ সালের ২১ আগষ্টে যারা শাহাদাতবরন করেছেন তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন