বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা ইউনিয়নে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের স্বেচ্ছায় দাফনকাজ করার জন্য স্বেচ্ছাসেবকের তালিকা প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের স্বাক্ষরিত কাগজে ১৫ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবকের তালিকা প্রণয়ন করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। স্বেচ্ছাসেবকের তালিকায় ৩টি গ্রুপে মোট ১৫ জনকে অন্তর্ভূক্ত করা হয়। এর আগে বুধবার ৮ এপ্রিল সকালে স্বেচ্ছায় দাফনকাজ করার জন্য স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত করে মোঃ এ এইচ আশু ও ডা. মোঃ মাসুম হোসেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের হাতে তুলে দেন। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।
এ স্বেচ্ছাসেবকের তালিকায় রয়েছেন যারা- ‘ক’ গ্রুপে ডা. মোঃ মাসুম হোসেন, আব্দুস সাত্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলী মর্তুজা, মোঃ স্বপন। ‘খ’ গ্রুপে মোঃ ফরহাদ, হাজ্বী মোঃ সাইফুল ইসলাম, আহকার আব্দুল্লাহ, মোঃ বাছেত, মোঃ আলাউদ্দিন। ‘গ’ গ্রুপে মোঃ কামরুল ইসলাম অপু, মোঃ শাহীন দেওয়ান, মোঃ ছোলেমান সানী, মোঃ রাজু আহমেদ, মোঃ সাজু।
এ বিষয়ে মুঠোফোনে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকার কিছু সংখ্যক যুবক স্বেচ্ছায় দাফনকাজ করার জন্য উদার মন-মানসিকতা নিয়ে এগিয়ে এসেছে। দাফনকাজ করার জন্য পিপিই, মাস্ক, গামবুট, গ্লাভসসহ যে যে সরঞ্জামাদি প্রয়োজন তা দু-একদিনের মধ্যেই চলে আসবে। ইনশাআল্লাহ তারপর থেকেই আমরা কাজ শুরু করবো।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন