মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : করোনায় স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অচেনা এই ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ। করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন।
‘বন্ধু স্বজন সামাজিক সংগঠন’ এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৮ মার্চ দুপুরে ফতুল্লা বাজার ও লালপুর এলাকার দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বন্ধু স্বজন সামাজিক সংগঠন ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া ১০২জন মানুষের মাঝে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ হাত দোয়ার সাবান বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী কাজী আরিফ বলেন, ছোটবেলা থেকেই পারিবারিকভাবে আর্তমানবতার সেবার নানামুখী কর্মকান্ড দেখে এসেছি। তারই ধারাবাহিকতা এবং অনাহারির মুখে একবেলা খাবার তুলে দেওয়ায় তাদের মুখে যে আনন্দের ঝিঁলিক ফুঁটে উঠে তা আমাকে আপ্লুত করে।
এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। এতে কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষ। তাদের পাশে দাঁড়াতে আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, রয়েল চৌধুরী, রুবেল চৌধুরী, সুমন আহমেদ, শাহিন, টুটুল, মনির, শামীম পাটোয়ারি, রাকিব, ইয়ামিন, শিমুল, বাপ্পি সাইদ প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বন্ধু স্বজন সামাজিক সংগঠনের উদ্যোগে মানুষকে জনসচেতনতায় উদ্বুদ্ধ করতে মাইকিং, লিফলেট-মাস্ক বিতরণ, বিনামূল্যে জীবানুনাশক স্প্রে বিতরণ ও ছিটানোর কার্যক্রমও পালন করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন