মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ‘করোনা ভাইরাস’ দেশের বিভিন্ন জেলার ন্যায় নারায়ণগঞ্জের সাধারন মানুষের মধ্যেও আতংক বিরাজ করছে। জেলার সাধারন মানুষকে এ ভাইরাস সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। জেলা প্রশাসনের নির্দেশনা অনুয়ারী ২৭ মার্চ (শুক্রবার) ফতুল্লার বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন।
এ সময় ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন সাধারন মানুষদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে করোনা ভাইরাস একটি আতংকের নাম। তবে মানুষের সামান্য সচেতনতাই পারে এ ভাইরাস থেকে নিরাপদ এবং দূরে রাখতে। জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা সরকারের সকল বিধি নিষেধ মেনে চলবেন। অহেতুক দোকান পাঠ খোলা রাখবেন না। বাহিরে আড্ডারত অবস্থায় থাকবেন না। ভাইরাস থেকে বাঁচার জন্য অবশ্যই মাষ্ক ব্যবহার করবেন। আপনাদের কোন ধরনের সমস্যা হলেই আমাদের জানাবেন। আমরা ২৪ ঘন্টাই আপনাদের সাথে আছি। আপনাদের প্রয়োজনে আমাদের পাশে পাবেন।
ওসি আসলাম হোসেন ফতুল্লাবাসীর উদ্দেশ্যে আরো বলেন, আমরা আপনাদের মঙ্গলার্থে ব্যাক্তি ঝুঁিকর মধ্য দিয়েও মাঠ পর্যায়ে কাজ করছি। আমাদের উদ্দেশ্যে আপনাদের নিরাপদ রাখা। আপনাদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রদত্ত সকল নিয়ম কানুন নিশ্চিম করাই আমাদের উদ্দেশ্য। সরকারের বিধি নিষেধ জন-সাধারনের মাঝে নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন কঠোর অবস্থান অবলম্বন করতেও আমরা পিছু নিব না। একমাত্র ঔষধ এবং প্রয়োজনীয় খাবারের দোকানপাট ছাড়া অন্যান্য দোকাট পাট খোলা থেকে বিরত থাকবেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত কল্পে সেনাবাহিনী এবং ম্যাজিষ্ট্রেট মাট পর্যায়ে কাজ করছে। আমাদের উদ্দেশ্য একমাত্র আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা।
স্থাণীয় মুরুব্বীদের উদ্দেশ্য করে ওসি বলেন, এক এলাকা কিংবা একইস্থানে সর্বদা আমরা অবস্থান করতে পারি না। ফতুল্লার বিভিন্ন এলাকায় অবস্থানের মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। প্রতিটি এলাকার স্থানীয় মুরুব্বীগন সাধারন মানুষদের সচেতন করার জন্য দায়িত্ব পালন করে যাবেন। যদি কোন ব্যাক্তি নিয়ম শৃংখলার অবজ্ঞা করে থাকেন তাহলে আমাদের জানান। সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা সব ধরনের পদক্ষেপ নিতেও পিছপা হবো না।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানা ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, উপ-পরিদর্শক শুভ, কনষ্টেবল শিরু।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন