মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : এবার মাদকের বিরুদ্ধে অভিযানে নামলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। শুক্রবার জুম্মার নামাজ শেষ তিনি এই অভিযান শুরু করেন।
এর আগে ফতুল্লা স্টেশন পুরান বাজার জামে মসজিদে জুম্মার নামাজের আগে বক্তব্য রাখতে গিয়ে আসলাম হোসেন বলেন, ফতুল্লায় কোন মাদক থাকবে না। যতদিন পর্যন্ত ফতুল্লা মাদক মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদক মুক্ত রাখতে তিনি সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি, ফতুল্লা মাদকে ভাসছে। ফতুল্লাকে মাদক মুক্ত করতে হলে পুলিশের এই অভিযান অব্যাহত রাখতে হবে। এদিকে শুক্রবারের এই অভিযানের খবরে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। অনেক মাদক ব্যবসায়ী ইতোমধ্যে এলাকা ত্যাগ করেছে।
মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমরা সমাজের সচেতন মানুষদের নিয়ে সমাজকে মাদক মুক্ত করবো। যারা মাদক ব্যবসা এবং ব্যবসায়ীকে শেল্টার দিবে আমরা কাউকে ছাড় দিবো না। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন