বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম বিএনপি নেতা সালাউদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠে অংশ নেয়। ফতুল্লা থানা বিএনপি’র অঙ্গদলের বিক্ষোভ মিছিল যুবদল নেতা রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠে অংশ নেয়।

ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে এক আইনজীবীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গেলে ওই আইনজীবীর স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় হামলাকারীরা। গত শনিবার (৩ জানুয়ারি) সকালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী মাহমুদা ইসলাম নারগিস বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় শামীম, পিয়াসা আক্তার, আলতাব, বাবুল ও ফকরুদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাহমুদা ইসলাম নারগিসের স্বামী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ডালীমের সঙ্গে বিবাদীদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। বাড়িতে জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে হামলাকারীরা তার স্ত্রী মাহমুদা ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ ৪০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র লুটে নেয়। এসময় ভুক্তভোগী নারী বাধা দিলে হামলাকারীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং বিষয়টি নিয়ে পুলিশ বা মামলা করলে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
২৬ রজব, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৩
সূর্যোদয়ভোর ৬:৪৩
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:১২
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৫২

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD