বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম বিএনপি নেতা সালাউদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠে অংশ নেয়। ফতুল্লা থানা বিএনপি’র অঙ্গদলের বিক্ষোভ মিছিল যুবদল নেতা রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠে অংশ নেয়।

ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া

নিউজটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন সিকদার তার বক্তব্যে বলেন- দেশের গণতন্ত্র রক্ষার্থে যে নেত্রী আপোষহীন ভাবে সংগ্রাম করে গেছেন সেই নেত্রীর সুস্থতা কামনায় আমরা আল্লাহর দরবারে ফরিয়াদের জন্য হাত তুলেছি। আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারো দেশের নেতৃত্বে আসবেন এমনটাই আমরা মহান রবের দরবারে ফরিয়াদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেনো আগামী সংসদ নির্বাচন দেখে যেতে পারেন সে জন্য আল্লাহর দরবারে সকলের দোয়ার আর্জি জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

শুক্রবার(১২ ডিসেম্বর) সকালে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উল্লেখিত বক্তব্য প্রদান করেন। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ নাইম

বিশেষ অতিথির বক্তব্য ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন, দেশনেত্রী খালেদাজিয়া সব সময়েই দেশের মঙ্গলের কথা ভেবেছেন। দেশের গণতন্ত্র উদ্ধারে আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে গেছেন। স্বেরাচারী হাসিনা সরকারের সাথে আমার নেত্রী কখনো আপোষ করেননি। এমনকি নিজ দলের নেতাদের একা ছেড়ে দেননি। আমার নেত্রীর হাতেই দেশ সুরক্ষিত ছিল। আজকে সেই নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনা করি। তিনি যেন, আমাদের মাঝে পূনরায় সুস্থ হয়ে দেশের কল্যানে কাজ করতে পারেন।

রাসেল মাহমুদ আরো বলেন, স্বেরাচারী হাসিনা সরকারের আমলে ফতুল্লা এবং পঞ্চবটিসহ আশে পাশের এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনো স্বেরাচারী সরকারের দোসররা পঞ্চবটিতে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে। এসকল সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান। সে সাথে স্বেরাচারী সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় লোকজনকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক এস কে শাহীন,হারুনুর রশীদ হারুন,ফতুল্লা ইউপি শ্রমিকদলের সাধারন সম্পাদক আমির হোসেন বেপারী।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম।

এছাড়াও উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর, এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ১নং ওয়ার্ড যুব বিষয়ক সম্পাদক মোঃ রাজীব, স্বেচ্ছাসেবকদল নেতা সুজন ঢালী, মোঃ সেলিম, সুজন, শিবু, মুকুল, শিবু দাস, রাসেল, মহসিন, রাকিব, শাকিল, কাউসার, নাইম, রাজা, পারভেজ, আরাফাত, নয়ন, রোমান, মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
২৬ রজব, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২৩
সূর্যোদয়ভোর ৬:৪৩
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:১২
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৫২

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD