শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল ফিতর ও করোনা মহামারি প্রতিরোধকল্পে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন। বিগত কয়েকদিনে তিন দফায় প্রায় আড়াই হাজার মানুষের মাঝে তিনি শাড় ও লুঙ্গি সহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (১১ মে) সকালে ৪র্থ দফায় আরো দুই শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন।
ফতুল্লা রেলস্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে তিনি ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো- পোলাউর চাল, তেল, দুধ, চিনি, সেমাই ও মুগ ডাল।
এ সময় উপস্থিত ছিলেন, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু পাল, সদস্য জাকির হোসেন বাবুল ও ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এসএম আমান উল্লাহ প্রমূখ।
প্রসঙ্গত, গতবছরও করোনাকালীন সংকটে কর্মহীন হয়ে পড়া ফতুল্লার দাপা ইদ্রাকপুরের বপারী পাড়া, খোচপাড়া, সরদার বাড়ি, মাতবর বাড়ি, রিফুজি পাড়া, খাঁ বাড়ি, দাপা মসজিদ, ফতুল্লা রেল স্টেশন ব্যাংক কলোনী ও উকিল বাড়ির মোড় এলাকার কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। যেকারনে উপরোক্ত এলাকার সর্বস্তরের মানুষের কাছে ফরিদ আহমেদ লিটন মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাতি অর্জন করেন।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন