শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
ফতুল্লা দাপা ইদ্রাকপুর সাহারা নগর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা শাহআলম শনিবার দুপুর আড়াইটায় ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা শাহাআলম মৃত্যুতে ফতুল্লা এলাকায় আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।তিনি দীর্ঘদিন সাহারা নগর জামে মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করেন।
শনিবার মাগরিবের নামাজের পর সাহারা নগর মসজিদ সংলগ্ন বালুর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারও মুসল্লির ঢল নামে। মাঠ প্রাঙ্গণসহ পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় তুফানী প্রধান জামে মাসজিদের খতিব ও ইমাম, মুফতী ওয়ালিউল্লাহ আজাদী ।
তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাহারা নগর জামে মসজিদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম মাসুম জানান, কিছু দিন ধরে ইমাম সাহেব ডায়াবেটিস ও ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন । চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন। জানাজা শেষে তার লাশ নাজিরপুর,পিরোজপুর তার গ্রামের বাড়ি দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন