মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : করোনায় স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অচেনা এই ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ। করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন।
আর এমন পরিস্থিতিতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন এর নিজস্ব উদ্যোগে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার ১ এপ্রিল বেলা ১২টায় আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটনের উদ্যোগে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন ও দাপা ইদ্রাকপুর এলাকার দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়। ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেয়াজ ও লবন বিতরণ করা হয়।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেন, মরনঘাতি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আতংকিত। এই ভাইরাস থেকে আমাদের বাচার জন্য সচেতনতার বিকল্প নেই। সরকারী নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে। এতে করে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে, তাই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। যতদিন পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসের আগ্রাসন শেষ না হবে, ততদিন আমার এই কার্যক্রম চলবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মহামারি এই করোনা ভাইরাস থেকে বিশ্বেবাসীকে মুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন-বৃহত্তর ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন প্রধান, ফতুল্লা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাহান, আমির হোসেন, মিজানুর রহমান, মোঃ বাদশা, রতন প্রমুখ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন