ফতুল্লায় রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার পশ্চিম ইসদাইরের শারজাহানের পুত্র রাব্বি(২৪) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ইছাপুরার শেখ রফিকের পুত্র ও ইসদাইর বাজারের মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া আরিফ শেখ ওরফে কেটু(২০)।গ্রেফতারকৃতরা রুবেল হত্যা মামলার এজাহারনামীয় আসামী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার(১৭ আগস্ট) রাতে তাদেরকে ফতুল্লা থানার ইসদাইর থেকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রুবেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা থানার উপ-পরিদর্শক এস,এম,শামীম সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ইসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামী রাব্বি ও আরিফ শেখ ওরফে কেটু কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ সন্ধ্যায় নিহত রুবেল তার পরিচিত রনিকে সাথে নিয়ে জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়।রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঘটনার একদিন পর ২৯ জুন ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আপনার মতামত কমেন্টস করুন