শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের রঘুনাথপুরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ মার্চ বিকাল ৪টায় মাখন বাবুর বাড়ী প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাখন চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ্ কাঁচপুরী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব-এ প্রত্যাশা করি।’ আলোচনা সভায় কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মুন্সীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কুতুবপুর ১নং ওয়ার্ড ইউপি সদস্য জিএম আমিন হোসেন সাগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ শাহালম, ফতুল্লা থানা যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইমরান, সমাজসেবক মোঃ মোবারক, আনোয়ার মেম্বার, মোঃ শরীফ সাহেব ও কামরুজ্জামান হারুন প্রমুখ।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন