বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ধর্ষণে বাধা দেয়ায় সাবেক ছাত্রদল নেতাকে চারতলা থেকে ফেলে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল

মূর্তিমান আতংক কিশোর গ্যাং জয় বাহিনী

নিউজটি শেয়ার করুন:

আবারো স্ব- মহিমায় আবির্ভুত হয়ে ফতুল্লার বৃহত্তর রেলস্টেশন এলাকায় দাবড়ীয়ে বেড়াচ্ছে স্থানীয় মহলের মূর্তিমান আতংক কিশোর গ্যাং জয় বাহিনীর সদস্যরা। ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সহ পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের সাড়াশি অভিযানে বেশ কিছুদিন আত্নগোপনে ছিলো কিশোর গ্যাং লিডার জয় ও তার বাহিনীর সদস্যরা।সাম্প্রতিক সময়ের স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততায় সুযোগে আবারো এলাকায় ফিরে এসে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রতিরাতেই এলাকায় মহড়া দিচ্ছে বলে জানা যায়। সূত্রটি জানায়,বেশ কিছুদিন আত্নগোপনে থাকার পর জয় বাহিনীর সদস্যরা এলাকায় ফিরে এসেই মহড়া দেয়া সহ স্থানীয় অনেককেই শাসিয়েছেন। বিশেষ করে সংবাদ মাধ্যম সহ স্থানীয় প্রশাসনকে যারা তথ্য দিয়ে সাহায্য করেছেন তাদেরকে রাস্তা কিংবা বাসা বাড়ীতে গিয়ে হুমকী দিচ্ছেন যে,সময় সুযোগ পেলে কুপিয়ে রেললাইনের আশেপাশে ফেলে রাখবে। আর তাই নতুন করে স্থানীয় বাসীর মাঝে ভর করেছে কিশোর গ্যাং জয় বাহিনীর আতংক। স্থানীয় একাধিক সূত্র মতে,স্থানীয় মহলে এরা অনেকটা অপ্রতিরোধ্য। এদের শাসন করতে গিয়ে এলাকার সম্মানিত মানুষও লাঞ্ছনার শিকার হচ্ছেন। অনেকের কাছে এরা এখন মূর্তিমান আতঙ্ক। পুলিশের খাতায় তালিকা না থাকায় কিংবা বয়সে কম হওয়ায় এরা গ্রেফতারের বাইরে থেকে যাচ্ছে। মাঝে মধ্যে গ্রেফতার হলেও জামিনে ফিরে এসে আবার আগের মতো দলবল নিয়ে শুরু করে নানা অপরাধ।রাতের অন্ধকারে গার্মেন্টস ফেরত নারী শ্রমিকরা যেমন নিরাপদ নয় তেমনি সাধারণ পথচারীরাও তাদের হাতে জিম্মি।তারা নারীদের শ্লীলতাহানির হানী ধর্ষনসহ পাশাপাশি কেড়ে নিয়ে যায় মোবাইল ফোন,নগদ টাকা,স্বর্নালংকার।পথচারীদের নিকট থেকে ও ছিনিয়ে নেয় মোবাইল ফোন সহ নগদ টাকা- পয়সা।কখনো পথচারীদের নিকট টাকা পয়সা না থাকলে তাদের মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে তার পরিবারের নিকট থেকে দাবী করা হয় মোটা অংকের টাকা।তাদের হাতে নাজেহাল হলেও প্রভাবশালী মহলের ভয়ে নির্যাতিত ক্ষতিগ্রস্থ হয়েও টু শব্দটি পর্যন্ত করেনা কেউ। কেউ কেউ থানায় অভিযোগ করলেও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করায় নির্যাতিত- ভুক্তভোগীদের অধিকাংশরাই আইন সাহায্যের প্রার্থী হচ্ছেনা। অপরদিকে সামাজিক এবং প্রশাসনিক ভাবে এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় দিনকে দিন এরা হয়ে উঠেছে অতিমাত্রায় বেপোরোয়া।এসব কিশোর অপরাধী নির্মূলে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকলেও ফতুল্লা রেলষ্টেশন এলাকায় তা ফলপ্রসু হচ্ছে না।তাই তাদের হাতে নাজেহাল হচ্ছে সাধারন মানুষ। ফতুল্লা রেলষ্টেশন এলাকায় কিশোর গ্যাং লিডার রেলষ্টেশন জোড়পুল এলাকার আঃহাইয়ের ছেলে জয় এই জয়ের নিয়ন্ত্রনে কাজ করছে তোফাজ্জলের ছেলে লিটন,নিজামের ছেলে শুভ, আমান উল্লাহর ছেলে রানা,খালেকের ছেলে হাসান, সোলেমানের ছেলে সোহেল ও রুবেল, সামসুলের ছেলে চোরা সুমন, তাহেরের ছেলে চোরা জনি বরিশাইল্লা শান্ত, রাজন, ইসমাইলসহ প্রায় ১৫/২০জন কিশোর গ্যাং। গত বছরপর ৫ সেপ্টম্বর রেলষ্টেশন পশ্চিম পাশে খোকন নামে এক ব্যাক্তিকে এক নারীকে ঘরে ডুকিয়ে ব্ল্যাক মেইলিং করে মারধর করে গুরুত্ব জখম করে আটক করে রাখে।পরে তার স্ত্রী ভিক্ষা করে জমানো ৫ হাজার টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনে। একই বছরের১৮ অক্টোবর রাত ৮টায় অস্ত্র ঠেকিয়ে অজ্ঞাত এক গার্মেন্ট কর্মীর কাছ থেকে মোবাইলও টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের দলের সদস্যরা পথচারী সেজে মোবাইল পাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ট্রেনে তুলে দেয়।একই বছর১৫ অক্টোবর রাত সাড়ে ৮টায় ঢাকা উওরা থেকে এক ব্যাক্তি ব্যবসায়ী কাজে ফতুল্লা রেলষ্টেশন আসেন। এই কিশোর গ্যাংয়ের সদস্য ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে সাথে থাকা নগদ ৩৭ হাজার টাকা ও একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ১০ অক্টোবর বিকালে দুই স্কুল ছাত্রকে পকেটে গাজাঁ ঢুকিয়ে মাদক সেবনকারী আখ্যা দিয়ে তার পরিবার থেকে ৩০ হাজার টাকা এনে ছেড়ে দেয়। ১৮ অক্টোবর মামুন নামে এক যুবক তাদের দলের ৯ কিশোর গ্যাং সদস্যর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করে । মান্নানের দাবী তাদের অপকর্ম বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। ১৪ অক্টোবর (নাম প্রকাশ না করার শর্তে) এক মহিলা এই কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করে। মহিলার দাবী,বিভিন্ন সময় তারা অপহরণ,ব্ল্যাক মেইলিং, ছিনতাই, ইভটিজিং, মাদক ব্যবসাসহ করে আসছে । অপরিচিত এক লোককে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া সময় আমি বাধা দিলে তারা আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। ১৪ আক্টোবর শরিফ নামক একজনকে পাচ হাজার টাকা চাঁদার দাবীতে মারধর করে ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। ৩১ আগষ্ট তিন যুবককে পকেটে গাঁজা ঢুকিয়ে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মারধর করে ৩০ হাজার টাকা দাবী করে । পরে সোহেল নামে এক যুবক টাকা আনার কথা বলে বাড়ি গিয়ে তার বাবা মাকে ঘটনা বলে । যুবকের বাবা মা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল থেকে চোরা সুমন ও রানা নামে দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করে। এবং আটককৃত দুই যুবককে উদ্ধার করে। এঘটনায় ৭ কিশোর গ্যাং সদস্যর বিরুদ্ধে মামলা হয়। এর আগে২০১৯ সালের আগস্ট মাসে সরিষার তেল কিনতে গিয়ে ১৫ বছর বয়সী এ কিশোরী ফতুল্লার রেলস্টেশন জোড়াপুল এলাকায় গণধর্ষণের শিকার হয়। এই বাহীনির ৩ সদস্যর বিরুদ্ধে মামলা হয় । এঘটনায় অজ্ঞত কারনে অন্যরা আসামী হয়নি। এছাড়াও গত বছরের শেষের দিকে জয় বাহিনীর বেশ কয়েক সদস্য গার্মেন্টস ফেরত এক নারীকে জোড় পূর্বক তুলে নিয়ে রেল লাইন জোড়পুল সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ীতে নিয়ে ধর্ষণ করতে চাইলে স্থানীয় এক যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ তরুনীকে উদ্ধার করে নিয়ে আসলেও তরুনীটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় জয় বাহিনীর সদস্যরা। স্থানীয়বাসীর মূর্তিমান আতংক জয় বাহিনীর সদস্যদের গ্রেফতারে জেলা আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে বৃহত্তর ফতুল্লা রেলস্টেশন বাসী।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
৫ রবিউল-আউয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২১
সূর্যোদয়ভোর ৫:৩৯
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:২০
এশা রাত ৭:৩৮

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD