নিজস্ব প্রতিবেদক মাদক ব্যবসা ও মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাই ও ভাবি কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফতুল্লার দাপা এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী সবুজ ওরফে ইয়াবা সবুজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার(২৮ জুন) রাতে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের খোঁজপাড়া এলাকায়।এ ঘটনায় মাদক ব্যবসায়ী ইয়াবা সবুজের বড় ভাইয়ের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,সবুজ ওরফে ইয়াবা সবুজ দীর্ঘদিন ধরে নিজ বাসায় বসে মাদক ব্যবসা করার পাশাপাশি নিজেও মাদক সেবন করে নানা অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে।পূর্বেও ইয়াবা সবুজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছ।এ সকল কারনে সে ও তার স্বামী মাদক ব্যবসা-সেবন সহ অসামাজিক কার্যকলাপে বাধা প্রদান করলে সোমবার রাত সাড়ে নয়টার দিকে মাদক সেবন করে তার ওপর হামলা চালিয়ে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। নির্ভয়যোগ্য একাধিক সূত্র মতে,ইয়াবা সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।এক সময় সে পাইকারি ফেনসিডিল বিক্রির পাশাপাশি অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলো।অপর দিকে তার বাবা ফতুল্লা থানা গেইট সংলগ্ন একটি ব্যাংকের চতুর্থ শ্রেনীর কর্মচারী হিসেবে কাজ করতো।সে সুবাদে থানা পুলিশের সাথে সবুজের বাবার ছিলো সু- সম্পর্ক।তাই থানা পুলিশের হাতে ইয়াবা সবুজ আটক হলে তার বাবা রাতারাতি থানা হাজত থেকেই ছাড়িয়ে নিতো। ফলে তুলনামুলক ভাবে তার মামলার সংখ্যা একেবারেই নগন্য।বেশ কয়েক পূর্বে অবসরে চলে যায় ইয়াবা সবুজের বাবা।ফলে থানায় ও প্রভাব কমে আসে ইয়াবা সবুজের বাবার।আর তাই সাম্প্রতিক সময়ে ইয়াবা সবুজ মাদক ব্যবসা চালিয়ে রাখতে পত্রিকার কার্ড সংগ্রহ করে থানা পুলিশের সাথে সখ্যতা রেখে এখনো নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে
আপনার মতামত কমেন্টস করুন