শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
বুড়িগঙ্গা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে ফতুল্লা মডেল থানা। ইতিমধ্যে থানার সংলগ্ন বুড়িগঙ্গা নদীর প্রবল স্রোতে থানার উত্তর পাশের দেয়াল ভেঙে অনেকটা ভিতরে ঢুকেছে বুড়িগঙ্গা নদীর পাড়।
বুধবার (২৬ মে) দুপুরে ফতুল্লা মডেল থানায় এ চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, ফতুল্লা মডেল থানা নদী সংলগ্ন হওয়ায় বুড়িগঙ্গা নদীর স্রোতের বেগে থানার উত্তরের দেয়াল ভেঙে গেছে। জানা যায়, প্রথমে নদীর স্রোতে অল্প পরিমান থানার দেয়াল ভাঙলেও পরে আস্তে আস্তে দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করছে নদীর ভাঙ্গন। বড় ধরনের ঝড় বা ঘূনিঝড় হলে নদীর স্রোতের বেগ বেড়ে গেলে থানায় আরো ভয়াবহ ভাঙ্গনের সম্ভাবনা আছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এছাড়া প্রায় দেড়মাস যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গত ২/৩দিন যাবত তা আবার চলাচল শুরু হয়েছে। এতে করে নদীতে ঢেউ তুলনা মূলক বেড়েছে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানায়, গতকয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে নদীতে প্রবল স্রোত আর ঢেউ বেড়েছে, এতে ফতুল্লা মডেল থানাসহ বিভিন্ন স্থানেই ভাঙ্গন দেখা দিয়েছে। প্রকৃতির সাথে তো আর আমরা পেরে উঠতে পারি না। তবে বিপদ ঘটার আগে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই দুই একদিনের মধ্যে কর্তৃপক্ষের মাধ্যমে নদী ভাঙ্গনের কাজ করাবো।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন