মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার ইতিহাসে একজনই। তার বিকল্প এই বাংলার মাটিতে দ্বিতীয় আর কেউ হতে পারবে না। শনিবার (১৫ আগস্ট) দেশবরেন্য নেতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে নিজ উদ্যোগ সহ তার নেতাকর্মীদের আয়োজিত প্রায় ২০টি স্পট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ফরিদ আহম্মেদ লিটন আরো বলেন, বঙ্গবন্ধুর মত নেতা জন্মেছিল বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনি জন্ম না নিলে হয়তো আজো আমাদের পরাধীন থাকতে হতো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী কুলাঙ্গার জাতির এ মহান নেতাকে স্বপরিবারে হত্যা করেছে। যদিও দীর্ঘ প্রায় ৪০ বছর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই নৃশংস হত্যাকান্ডের বিচার হয়েছে এবং খুনিদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিচারের রায় কার্যকর করা হয়েছে, তথাপি তিনি বেঁচে থাকলে এতদিনে দেশ অনেক দূর এগিয়ে যেতে পারতো। তবে এই মহান নেতার কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অতি অল্পসময়ে দেশ অনেক দূর এগিয়ে গেছে। অতএব, দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে বর্তমান সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে হব। আর এ জন্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান ফরিদ আহম্মেদ লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, ফতুল্লা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু পাল, সদস্য সালু চৌধুরী, জাকির হোসেন বাবুল, শাহজাহান, মোঃ বাদশা মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান মাহমুদ বাবু, যুগ্ম সম্পাদক রুবেল চৌধুরী, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, প্রচার সম্পাদক নূর হোসেন, ফরহাদ হোসেন, মিশু, জামিল, প্রিন্স, সাদ্দাম, কিরণ, মাসুদ, মোয়াজ্জেম বাবু ও জয় পারভেজ প্রমূখ। আয়োজিত উল্লেখযোগ্য স্পটগুলো হচ্ছে ফতুল্লা রেলস্টেশন রোড বালুর মাঠ সংলগ্ন ফরিদ আহমেদ লিটনের নিজ কার্যালয় ও নিজ বাসভবন ফতুল্লা পাইলট স্কুল গেইট সংলগ্ন, ফতুল্লা রেল স্টেশন বঙ্গবন্ধু চত্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়, দাপা মসজিদ, শৈলকুড়া, দাপা সরদার বাড়ি, রেম্বো ডাইং, শাহজাহান রোলিং মিল, পিলকুনি পেয়ারা বাগান ও পিলকুনি হিন্দু পাড়া। প্রতিটি স্পটে সংক্ষিপ্ত বক্তব্য শেষ বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া সহ দুঃস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন