বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
ইটের পরিমাপে কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক ৩টি ইট ভাটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সোমবার(২১ ডিসেম্বর)নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলি ইউনিয়নে অভিযান পরিচালনাকালে এই জরিমানাটি করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়।
ইটের পরিমাপে কম থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক বক্তাবলী ব্রিকস কে
৫০,০০০ টাকা, মা ব্রিকস ফিল্ড ৫০,০০০ টাকা, ও তোহা ব্রিক ম্যানুফেকচার কে ৫০,০০০ টাকা, মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উল্লেখ্য,ইটের সঠিক পরিমাপ হবে, ইউঝ ২৮০: ২০০৯ অনুযায়ী যথাক্রমে ২৪ঢ ১১.৫ ঢ ৭ সেন্টিমিটার এবং ইটের উপরের নাম ফলকের পরিমাপ যক্রমে ১৩ঢ ৫ ঢ ১ সেন্টিমিটার।
এসময় অভিযান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি ও পুলিশের একটি টিম।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন