বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
প্রথমে টার্গেট করা গাড়ির চালক ও মালিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে চক্রের সদস্যরা। এরপর যাত্রী সেজে উঠে চালককে অচেতন করে অথবা কৌশলে চালককে দলে ভিড়িয়ে গাড়ি চুরি-ছিনতাই করে। তাদের সঙ্গে অভিজ্ঞ চালক ও মেকানিক থাকে, যেন দ্রুত গাড়ির তালা খোলা যায়। সেসঙ্গে নিরাপদ স্থানে নেওয়া যায় চুরি করা যান। পরে তারা মালিককে ফোন করে টাকা দাবি করে। টাকা পেলে গাড়ি ফিরিয়ে দেওয়া হয়, নয়তো ধোলাইখালে নিয়ে বদলে ফেলা হয় রং ও সাজসরঞ্জাম। নকল কাগজপত্র তৈরি করে কম দামে গাড়ি বেচে দেওয়া হয়। আবার অনেক সময় যন্ত্রাংশ খুলে বিক্রি করে তারা। এভাবে চক্রটি গত পাঁচ-ছয় বছরে শতাধিক গাড়ি চুরি-ছিনতাই করেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। গ্রেপ্তাররা হলো- আজিম উদ্দিন, রফিক উল্লাহ, মো. সেলিম, কামরুল হাসান ও ওমর ফারুক।
শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন, ছুরি, দেশি অস্ত্র, পিস্তল, তিনটি পিকআপভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশা। র্যাব-৪-এর একটি দল এ অভিযান চালায়।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ১১ আগস্ট ঢাকার বিভিন্ন জায়গা থেকে গাড়ি চোর চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে জানা যায়, দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় এ চক্রের সদস্যরা। গত চার-পাঁচ বছরে তারা ২০-২৫টি এলাকা থেকে গাড়ি চুরি করেছে। এবারের অভিযানে গ্রেপ্তার আজিম উদ্দিন চোর চক্রের মূল হোতা। চুরি করা গাড়ি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেও তারা প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চুরি করে। এ ছাড়া কেরানীগঞ্জ, গাজীপুরসহ কয়েকটি স্থানে তারা বেশি সক্রিয়।
মঈন জানান, চক্রের সদস্যরা চোরাই গাড়ির রং পরিবর্তন করে। পরে কম দামে এসব গাড়ি বিক্রি করা হয়। আর গাড়ি বিক্রির ক্ষেত্রে সমস্যা হলে যন্ত্রাংশ খুলে সুবিধাজনক সময়ে তা বিক্রি করে দেয়। এসব চোরাই গাড়ি কেনাবেচায় ধোলাইখালের ১৫-২০টি দোকান জড়িত। মাদক বহনসহ অপরাধমূলক কর্মকাণ্ডে এসব চোরাই গাড়ি ব্যবহূত হয়।
র্যাব জানায়, আজিমের তিনজন ঘনিষ্ঠ সহযোগী রয়েছে। তারা চোরাই গাড়ির নকল কাগজপত্র তৈরি, ভুয়া নম্বরপ্লেট তৈরি, চোরাই গাড়ির মালিকদের কাছ থেকে দাবিকৃত অর্থ আদায়ের কাজগুলো করে। আজিমসহ এ চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। কারাগারে থাকার সময় তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এর পর তারা একসঙ্গে গাড়ি চুরি-ছিনতাই শুরু করে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন