ফতুল্লা মডেল থানা পুলিশ চানমারী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্য মানের হেরোইন সহ তিন মাদক ব্যবাসায়ী কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার চানমারীর মৃত রুস্তম আলীর পুত্র মোঃ শরীফ(৩৯), চানমারীস্থ রিপনের বাড়ীর ভাড়াটিয়া মজিবর ওরফে ভাঙ্গারী মজিবরের পুত্র মোঃসাগর(২৫) ও চানমারীর মৃত খোকা পারমানিকের পুত্র বাবু(৩৫)।