মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লায় ধারালো অস্ত্র দিয়ে মাস্টার্স পড়ুয়া ছাত্রী হেনা (২২) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। শনিবার ১৬ মে দুপুর আড়াইটায় ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড়স্থ পাইনিওর জামে মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কলেজ ছাত্রীর পিতা আব্দুল মান্নান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়,শনিবার দুপুরে পরিবারের সদস্যদের জন্য মার্কেট থেকে কোনাকাটা শেষে লালপুর পৌষপুকর পাড়স্থ নিজ বাসায় ফেরার পথে পাইনিওর মসজিদের সামনের রাস্তায় ধারালো অস্ত্র হাতে এক ব্যাক্তি হেনাকে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হেনা নিজেকে বাচাঁতে ডাক-চিৎকার করলে হামলাকারী দৌড়ে পালিয়ে যায়। পরে মারাত্নক আহতবস্থায় তাকে স্থানীয় এক অটোরিক্সা চালক ঘটনাস্থল থেকে উদ্বার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।
আহত ছাত্রীর পিতা আব্দুল মান্নান জানান, তাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। কে এবং কেনো তার মেয়েকে হত্যা করতে চেয়েছিলো তা তার বোধগম্য নয়। তিনি আরো বলেন, তার মেয়ে এখন মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছে। তাই কারা কুপিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে তিনি কিছু বলতে পারছেন না।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন