বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানাধিন জোড়া মসজিদ এলাকার পিলকুনি গ্রামে মাছ ধরতে না করায় প্রবাসির বাড়িতে হামলাও মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানাজায় ২৪আগষ্ট বেলা ১২টার সময় কাতার প্রবাসি সাখায়েত উল্লাহ তার বাড়ির সাথে থাকা নাসিরউদ্দিনের পুকুরে নিলয় (২৫), মাছ ধরতে দেখে মেইন গেইটের সামনে থেকে একটু দূরে গিয়ে মাছ না ধরতে বলায় নিলয় ক্ষিপ্ত হয়ে তার সাথে মাছ ধরতে আসা তিন বন্ধুসহ চার জনে মিলে প্রবাসির উপরে হামলা চালায়। প্রানের ভয়ে প্রবাসি সাখায়েত উল্লাহ বাড়ির মেইন গেইট আটকিয়ে দিয়ে ভিতর থেকে তালা দিয়ে বসে থেকেও রক্ষাপানি। নিলয় ফোন দিয়ে ২৫/৩০জন উরতি বয়সি যুবকে সাথে নিয়ে মেইন গেইট ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করে দ্বিতীয় দফায় হামলা করে এ সময় তার স্ত্রী রুমা আক্তার স্বামীকে বাঁচাতে এলে তাকেও এলাপাতালি পিটিয়ে আহত করে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তাদের সাথেও হামলাকারিরা বাকবির্তকে জরিয়ে পরে, ঘর থেকে বের হলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয় প্রবাসির স্ত্রী বাদি হয়ে চার জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দিখিল করেন। ১। নিলয় (২৫) পিতা মুক্তি,২।মুক্তি(৫৫) পিতা অজ্ঞাত,৩।জলি আক্তার (৪২), ৪।রাজু (২৫) পিতা অজ্ঞাত সর্ব সাং পিলকুনি। এবিষয় তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন এঘটনা যারা ঘটিয়েছে তারা এলাকার বকাটে মহিলার উপরে করাটি ঠিক করেনি, আমি ঘটনা স্থালে গিয়ে ছিলাম অভিযোগ হয়েছে আইন অনুযায়ি ব্যাবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন