বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লার বিএনপি নেতা সেলিম চৌধুরী কমল (৪৫) করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। করোনায় আক্রান্ত বিএনপি নেতা সেলিম চৌধুরী ফতুল্লার মৃত হামিদুর চৌধুরীর পুত্র।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, সেলিম চৌধুরী কমলের করোনা আক্রান্তের বিষয়টি গতকাল মঙ্গলবার লোকমুখে জানতে পেরেছি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
করোনায় আক্রান্ত সেলিম চৌধুরী কমলের স্বজনরা জানায়, তিনি সহ পরিবারের অপর সদস্যরা অসুস্থতাবোধ করলে গত কয়েকদিন পূর্বে করোনা পরীক্ষা করতে নমুনা দিয়ে আসে। গতকাল মঙ্গলবার সেলিম চৌধুরী কমলের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, বিষয়টি আমি জেনেছি। স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছি।
স্থানীয়রা জানায়, অসুস্থ থাকার পরেও তিনি বাজারে এবং মসজিদে গিয়েছেন। এমনকি আজও (বুধবার) তাকে বাড়ির বাইরে দেখা গেছে। আর তাই স্থানীয়বাসীর মাঝে দেখা দিয়েছে আতংক।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন