শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে ডাইং শ্রমিক জাকির হোসেন এর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মোঃ ইদ্রিস শেখের বিরুদ্ধে।
এ ব্যাপারে জাকির হোসেনের এর স্ত্রী মোসাঃ লিপি বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী খ অঞ্চল আদালতে সিআর মামলা নং ২১ দায়ের করেছেন।
মামলা বাদী উল্লেখ করেন মুসলিম নগর এলাকার মোঃ তৈয়ব আলীর পুত্র কর্থিত যুবলীগ নেতা পরিচয় দানকারী শেখ ইদ্রিস আলী,তার পিতা তৈয়ব আলী,মা ফুলমালা মিলে জাকির হোসেনের নিচতলায় ভাড়া নেন।কিন্তু ভাড়া দেয়া তো দুরের কথা।বাড়ির ভিতর মাদক ব্যবসা করে থাকে।বাড়ির মালিক তাদের ঘর ছেড়ে দিতে বললে উল্টো ইদ্রিস শেখ মাদক দিয়ে জাকির হোসেনকে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়।
এলাকাবাসী জানান,ইদ্রিস শেখ এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।নিজেকে কখনো মীর সোহেল আলীর কর্মী আবার কখনো হেলাল, সাজনুর নাম ব্যবহার করে মাদক ব্যবসা,জমি দখল সহ নানান অপকর্ম করে করে বেড়াচ্ছে।
গত ৮ মার্চ সকাল ১১ টায় মোঃ ইদ্রিস শেখের নেতৃত্বে একদল মাদক বিক্রেতা, সন্ত্রাসী,চাঁদাবাজ রামদা,লোহার রড,হকিষ্টিক, লাঠি,ডাসা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর নিকট ৫ লাখ টাকা চাঁদাদাবী।চাঁদা দিতে অস্বীকার করলে নগদ ৯০ হাজার টাকা,১০ আনা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।যাবার বেলা বাড়ি হতে বের করে দখল করার হুমকি দেয়।
মাদক বিক্রেতা ও চাঁদাবাজ,যুবলীগ নামধারী নেতা ইদ্রিস শেখ বাহিনীর ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছে।ইদ্রিস শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন লিপি।
এ ব্যাপারে ইদ্রিস শেখ নিজেকে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক দাবী করে বলেন,আমার কাছে লিখিত প্রমান আছে আমি ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক। বাড়ির মালিক আমার বাবা।ওরা আমার বাবার নিকট নাকি লিখে নিছে।আমার বিরুদ্ধে একটা না ৫০ টা মামলা করুক আমি ওদের দেখে নিব।কিভাবে ওরা থাকে।জাকিরের শেল্টার দাতা কে ওকেও আমি দেখে নিব বলে হুমকি দিয়ে লাইন বিচ্ছিন্ন করে দেন।
ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী নিশ্চিত করে বলেন,ইদ্রিস আলী ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি আরো বলেন, কোন ভুমিদস্যু ও মাদক বিক্রেতাদের আমি আশ্রয় ও প্রশ্রয় দেইনা। এবং তারা আমার কেউ না।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন