বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
ফতুল্লার বক্তাবলীতে সংবাদ সংগ্রহ করার সময় নারী সাংবাদিক মনি ইসলামকে মারধর ও হামলার ঘটনার মূলহোতা হাজী ওসমান গণি (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার গভীর রাতে ফতুল্লা থানার আকবর নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হাজী ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওসমান গণি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আকবর নগর এলাকার হাজী সামাদ আলী এর ছেলে।
বুধবার (২৭ অক্টোবর) র্যাব ১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেন ।
লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৩ অক্টোবর ফতুল্লার বক্তাবলী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুস্কৃতিকারীদের হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির নারী সাংবাদিক মনি ইসলাম (২৬)। ওই নারী সাংবাদিক হামলাকারীরা তাদের এলাকায় খবর সংগ্রহ করতে দেখে উস্কানীমূলক বিরূপ মন্তব্য করে এবং তার সাথে অসদাচরণ করে।
ভুক্তভোগী সাংবাদিক এ অসদাচরণের প্রতিবাদ করলে দুস্কৃুতকারীরা তাকে মারধর শুরু করে এবং একপর্যায়ে তার পেটে লাথি মেরে গুরুতরভাবে আহত করে। আক্রান্ত নারী সাংবাদিককে উক্ত হামলা থেকে রক্ষার চেষ্টা করলে এশিয়ান টিভির ক্যামেরাম্যান আবু বক্করসহ মোট দুইজন হামলাকারীদের হামলা ও লাঞ্চনার শিকার হন।
হামলাকারীরা ভুক্তভোগী নারী সাংবাদিকের মোবাইল ফোন, মাইক্রোফোন ও হ্যান্ডি ক্যামেরা কেড়ে নেয়। পরবর্তীতে হামলার শিকার হওয়া আহত নারী সাংবাদিক ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ চাঞ্চল্যকর হামলার ঘটনাটি র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত ও নিবিড় অনুসন্ধান শুরু করে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং হামলাকারী চক্রের মূলহোতা হাজী ওসমান গণিকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ওসমান গণিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন