সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ধর্ষণে বাধা দেয়ায় সাবেক ছাত্রদল নেতাকে চারতলা থেকে ফেলে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল

ফতুল্লায় দুই নারীসহ ব্ল্যাকমেইলিং চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই নারীসহ ব্ল্যাকমেইলিং চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাতে ফতুল্লার রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো- ফতুল্লার রামারবাগ পাঁচতলা এলাকার জাকির মিয়ার পাঁচতলা ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত ফজলে করিম ফরাজির ছেলে জাহাঙ্গীর আলম (৪০), একই বাড়ির ভাড়াটিয়া মৃত আনোয়ার হোসেন হাওলাদারের মেয়ে তানিয়া (২৬), শাহজাহান মোল্লার মেয়ে শারমিন (২৩) ও শামসুর আলীর ছেলে মনির (৩২)।

ভুক্তভোগী কামরুল শেখ এর দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, কামরুল শেখ পেশায় একজন ট্রাক চালক। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন ডংগার দুগ্ধপুর গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিক শেখের ছেলে। কাজের সুবাধে ফতুল্লা বাজার এলাকায় বসবাস করে আসছেন। প্রায় ১৫দিন পূর্বে আসামী তানিয়ার সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় তার। এরপর তানিয়া তার বাসায় কামরুলকে নিমন্ত্রন করে। নিমন্ত্রণ অনুযায়ী তানিয়ার দেয়া তথ্য মতে গত সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে ফতুল্লার রামারবাগ পাঁচতলা এলাকার জাকির মিয়ার পাঁচতলা ভবনের ৪র্থ তলার ফ্লাট বাসা যায় কামরুল। সেখানে যাওয়ার পরই পাল্টে যায় দৃশ্যপট। আসামী জাহাঙ্গীর আলম, তানিয়া, শারমিন ও মনির সহ অজ্ঞাত আরো ২/৩ জন ওই ফ্লাটেই আটকে ফেলে কামরুলকে। একপর্যায়ে মিথ্যা অপবাদ দিয়ে কামরুলের কাছ থেকে মুক্তিপণ স্বরুপ পাঁচ লাখ টাকা দাবি করে আসামীরা। কামরুলকে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়। পরে কামরুল তার গাড়ির হেলপাড় ভুলুকে বিষয়টি জানালে ভুলু আসামীদের দেয়া বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। এতেও ক্ষ্যান্ত হয়নি ওই চক্রটি। কামরুলকে আরো টাকা আনার জন্য মারধর করে। পরে সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে কৌশলে বেরিয়ে আসতে সক্ষম হয় ভুক্তভোগী কামরুল। এই ঘটনায় কামরুল বাদী হয়ে ওই চক্রের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং- ৮।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ভুক্তভোগী কামরুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন পুরুষদের মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে একই কায়দায় মুক্তিপণ আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছে। তাদেরকে আজ (বুধবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
২ রবিউল-আউয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৯
সূর্যোদয়ভোর ৫:৩৮
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪১

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD